জিতো হল একটি কুইজ অ্যাপ যেখানে আপনার পছন্দের বিষয় সিলেক্ট করে সেই অনুযায়ী কুইজ খেলতে পারবেন, প্রায় সব ধরণের বিষয় রয়েছে এই অ্যাপে। এটি একটি রিয়েল-টাইম গেম তাই একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে উত্তর দিতে হবে, এভাবে কুইজ টুর্নামেন্ট খেলে জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার
"গুগল প্লে স্টোর' এবং ""অ্যাপল অ্যাপ স্টোর"" থেকে মেধা অ্যাপটি ডাউনলোড করতে পারেন।"
"*টপিক বেসড কুইজ *টুর্নামেন্ট *চ্যালেঞ্জ রুম *চ্যালেঞ্জ ফ্রেন্ডস "
"আপনি অ্যাপে প্রবেশ করার পরে 'স্টোর' অপসন যান সেখানে আপনি আপনার প্রয়োজন অনুসারে আমাদের বিভিন্ন প্যাকেজ কিনতে পারবেন।"
হ্যাঁ আপনি বিনামূল্যে অ্যাপ্লিকেশন টি ব্যবহার করতে পারবেন।
আমাদের অ্যাপে বিভিন্ন বিষয় এ কুইজ খেলে আপনি স্কোর করতে পারবেন
"অ্যাপ ঢোকার পরে উপরে বামে ৪ ডট অপসন ক্লিক করুন তারপর রেফার ফ্রেন্ডস অপসন ক্লিক করুন ।"
সর্বোচ্চ রেফার করে জিতে নিতে পারেন মোবাইল রিচার্জ
"ভুল উত্তর দিলে কয়েন ইউজ করে আবার প্রশ্নের উত্তর দেবার সুযোগ পাবেন। এছাড়া যেসব টুর্নামেন্টে কয়েন ফী থাকে সেগুলোতে কয়েন দিয়ে অংশগ্রহণ করা যাবে।"